চলে যেতে যেতে

by - November 10, 2018



চলে যেতে যেতে যেতে বহুদূরে 
জানো তুমি আমি আজও দাঁড়িয়ে 
তোমারি চোখের এক ইশারায় 
জানো তুমি আমি যাবো হেরে 

একলা পথে তুমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে আছো কার আশাতে
পথ শেষে শেষ, শেষ কিনারায় 
জানো তুমি আমি আজও দাঁড়িয়ে 

ভালোবাসা মানে ভালো থাকা নয় 
কাছে চাওয়া মানে কাছে পাওয়া নয়
তোমায় ভালোবাসা পুরোনো জন্মের আশা 
যাইনি ভুলে 


- - -

You May Also Like

0 comments